আপনার ব্যাক্তিত্বে সমস্যা আছে?

 


কি ভাবছেন? আপনি আপনার ব্যাক্তিত্ব নিয়ে পুরোপুরি আত্নবিশ্বাসী? সুদর্শন চেহারা, বাহ্যিক ভাব গাম্ভীর্য, উচু-লম্বা-স্বাস্থ্যবান এসবই একজন মানুষের ব্যাক্তিত্ব? নাকি আরও কিছু আছে? ব্যাক্তিত্বের সমস্যাগুলোই বা কি কি হতে পারে? আমি কিভাবে বুঝবো আমার ব্যাক্তিত্বে সমস্যা আছে নাকি নাই? আদর্শ ব্যাক্তিত্ব অর্জনের জন্য আমাদের কি করতে হবে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর আশা করি আজ পেয়ে যাবেন।


ব্যাক্তিত্ব নিয়ে যখন কথা বলছি তখন  আগেই একটা কথা বলে নেই যে, আমরা আসলে কেউই পূর্ণাঙ্গ আদর্শ ব্যাক্তিত্বের অধিকারী নই। কেউই আমরা পরিপূর্ণ নই। আমরা অনেকেই ভাবি সুদর্শন চেহারা, বাহ্যিক পোশাকের আভিজাত্য, নিজের মাঝে সবসময় 
একটা ভাব গাম্ভীর্য বজায় রেখে চলাটা ব্যাক্তিত্বের বহিঃপ্রকাশ। কিন্তু আসলে তা একদমই ভুল ধারণা।আপনার এই ধরণের ব্যাক্তিত্ব প্রদর্শন যে অন্যের হাসির কারণ সেটা আপনার অগোচরে রয়ে যায়। 


ব্যাক্তিত্ব বলতে আসলে আমরা কি বুঝি? আমার মতে, ব্যাক্তিত্ব হলো একজন মানুষের অনেকগুলো আচরণের সমষ্টি। এছাড়াও আরও ব্যাপার রয়েছে যেমন, তার কথা বলার ভঙ্গি, সবার সাথে মিশতে পারার ক্ষমতা এবং চালচলন। এসব হলো ব্যাক্তিত্ব প্রদর্শনের শারীরিক বৈশিষ্ট্য। 
যদি আপনি ব্যাক্তিত্বকে আরও গভীর থেকে পর্যবেক্ষণ করতে চান তাহলে তখন মানুষটার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দিতে হবে। যেমন, 
➤ অনুভুতি 
➤ আবেগ 
➤ ভাবাবেগ 
➤ দৃষ্টিভঙ্গি 
ইত্যাদি ব্যাক্ত করার/প্রকাশ করার ব্যাপারগুলোও বিবেচনা করতে হয়। এছাড়া আরেকটি সবচেয়ে উল্ল্যেখযোগ্য বিষয় হলো একটি মানুষের ব্যাক্তিত্ব চেনার অন্যতম উপায় তার সঙ্গ/বন্ধু নির্বাচন দেখে। 



ব্যাক্তিত্ব প্রদর্শন আমাদের সমাজে রীতিমতো একটি লোক দেখানো কাজে পরিণত হয়েছে। 
নিজের ইচ্ছা, অনুভুতি বিসর্জন দিয়ে সমাজের লোক দেখানো কাজ করিয়ে নাম/খ্যাতি 
অর্জনের যে অসুস্থ প্রতিযোগীতা চলছে তা আসলে ব্যাক্তিত্বের স্খলন ছাড়া আর কিছুই না। প্রত্যেকেরই নিজের জন্মগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। এরপর ধীরে ধীরে পরিবার, সমাজ, স্কুল/কলেজ, শিক্ষক, বন্ধুদের কাছ থেকে নতুনভাবে তার ব্যবহারে/আচরণে প্রভাব পড়তে শুরু করে। আপনার নিজস্বতা থেকে বেরিয়ে যখন অন্যভাবে আপনি নিজেকে প্রকাশ করতে যাবেন তখন ব্যাপারটা আরও বিদঘুটে হয়ে যায়। মনে রাখবেন, আপনার নিজের বৈশিষ্ট্যগুলোই আপনাকে সবার থেকে অনন্য ব্যাক্তিত্বে পরিণত করে তুলবে। 


এতক্ষণ যা বললাম তা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভিন্ন। এখন বেশিরভাগ ক্ষেত্রেই 
কেউ আর এসব দেখে ব্যাক্তিত্ব বিচার করে না। হ্যাঁ, তবে এসব বিষয়ও গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরেও আর একটি ব্যাপার দ্বারাও ব্যাক্তিত্ব প্রকাশিত হয়। সেটা হলো আপনার কাজ, আপনার দায়িত্ববোধ। এখন আর কলসি খালি নাকি ভরা কেউ তা বাজিয়ে দেখে না, বরং এখন কলসি ওজন করেই দেখতে চায় সবাই। 


আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের কারণে আমাদের ব্যাক্তিত্বে প্রভাব পড়ে। তবে আমাদের মাঝে এমন মানুষও যারা নিজেদের ব্যাক্তিত্ব সমস্যায় ভুগছেন। এধরণের মানুষদের একটি ভয়ংকর দিক হলো এরা মনে করে তারা সম্পূর্ন ঠিক আছে, বাকি সবাই ভুল। কিছু লক্ষণ রয়েছে যেগুলো থাকলে একজন মানুষ ব্যাক্তিত্ব সমস্যায় ভুগছেন বলে ধরা হয়। যাকে আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার। এর লক্ষণগুলো হলোঃ 
➤ যে কোনো বিষয়ের প্রতি একটা নেগেটিভ চিন্তা করা। সারাক্ষণ মনে নেতিবাচক মনোভাব রাখা। 
➤ সেকেন্ডে সেকেন্ডে মন/মতের পরিবর্তন করা। ইমোশনাল স্পেস বলতে কিছু নাই। 
এই ভাল, তো এই রাগ। এ ধরণের মানুষ তাই কোন সম্পর্ক স্থায়ী করতে পারেনা। 
➤ কারো সাথে সহজে মিশতে না পারাটাও একধরণের ব্যাক্তিত্ব সমস্যা। বেশিরভাগ 
মানুষের সাথেই থাকে তিক্ততার সম্পর্ক। 
➤ অতিরিক্ত আবেগপ্রবণতাও একটি ব্যাক্তিত্ব সমস্যা। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া।

 

পরিবার, স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতি একটা মানুষের ব্যাক্তিত্ব গঠনের সিংহভাগ ভূমিকা পালন করে। তাই একটা মানুষের ব্যাক্তিত্বে সমস্যা থাকাটা দোষের কিছু না। তবে তা নিজ থেকে অনুধাবন করতে হয়, নিজ থেকেই এই ধরণের সমস্যা খুঁজে বের করে তা পরিবর্তন 
করতে হয়। এর জন্য নিজেকে সব গুণে গুণান্বিত করতে হবে বিষয়টা এমন না, বিষয়টা 
হলো আপনার নিজের যে স্বকীয়তা রয়েছে, নিজের যে একটা নিজস্বতা রয়েছে তা দিয়ে সবার মাঝে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করুন। আপনাকে যেন সবাই নির্দিধায় বিশ্বাস করতে পারে এই আস্থা অর্জন করুন, কোন সমস্যা সমস্যার মুখোমুখি হলে নিজের বিচক্ষণতা দিয়ে তা সমাধানের চেষ্টা করুন। তাহলেই আপনি সহজেই হয়ে উঠবেন সর্বজনগ্রাহ্য আপনি হয়ে উঠবেন অনন্য ব্যক্তিত্বে।


পরিশেষে আমি বলব যদি কাউকে ব্যাক্তিত্বের আদর্শ হিসেবে অনুসরণ করতে হয় তাহলে সর্বকালের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মোহাম্মদ (সা) এর মতো আদর্শ ব্যাক্তিত্বসম্পন্ন ব্যাক্তিকে অনুসরণ করুন। তাহলে ইহকাল এবং পরকালেও আপনি হবেন এখন সফলকামী ব্যাক্তিত্ব।

Post a Comment

নবীনতর পূর্বতন